আলিয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব দিলেন রণবীর
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
হালের আলোচিত দুই তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। দীপিকা, ক্যাটরিনার সঙ্গে প্রেমের পর সবশেষ আলিয়ার প্রেমে মজেছেন রণবীর। নায়কের পরিবারেরও নাকি আলিয়াকে খুব পছন্দ। যদিও ‘রকস্টার’ খ্যাত এই নায়ক যখন যার সঙ্গেই প্রেম করুক না কেন, সেইই নাকি তার পরিবারের পছন্দের হয়ে যায় বিভিন্ন সময়ে গণমাধ্যমে এমন খবর এসেছেন। আর একের পর এক প্রেম করার কারণে রণবীরের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এবার সেই রণবীর নাকি নামী পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের মেয়ে জনপ্রিয় নায়িকা আলিয়া ভাটকে বিয়ে করতে চলেছেন। সম্প্রতি রণবীর হবু শ্বশুরের বাড়িতে গিয়ে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। ছোট মেয়ের বিয়ের প্রস্তাব আসাতে মহেশের চোখ নাকি কান্নায় ভিজে যায়। ভারতীয় গণমাধ্যমের খবর, রণবীরের বাবা ঋষি কাপুর এখন দেশের বাইরে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। তিনি দেশে ফিরলেই রণবীর-আলিয়ার চার হাত এক করে দেয়া হবে। আদিকে রণবীর-আলিয়া জুটির ‘ব্রহ্মাস্ত্র’ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এই ছবির সেটেই আলিয়া-রণবীরের সম্পর্কের সূত্রপাত। পরিচালনা করেছেন অয়ন মুখার্জি।