January 12, 2025, 7:03 am

সাফ অনূর্ধ্ব-১৫ শিরোপাজয়ী মেয়েদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-১৫ শিরোপাজয়ী মেয়েদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জেতা বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম সফরে থাকা প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল রোববার বিকালে সাংবাদিকদের জানান, বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ সবাইকে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী। জয়ের এই ধারা যেন অব্যাহত থাকে সেই আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। গতকাল রোববার বিকালে এই টুর্নামেন্টের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশের মেয়েরা। এ প্রতিযোগিতায় কোনো গোল না খেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর লিগের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে বাংলাদেশ জিতেছিলেন ৩-০ ব্যবধানে। লিগের শেষ ম্যাচেও ভারতকে ৩-০ গোলে হারিয়েছিল তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর