July 27, 2024, 9:11 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

শেরপুরে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে দুর্বত্তরা

মোশাররফ হোসেন, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুর জেলা শহরের নতুনবাস স্ট্যান্ড গৌরীপুর পুলিশ ফাঁড়ির এ এস আই আনোয়ার হোসেনকে পুলিশ ফাড়ির সংলগ্ন বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বত্তরা। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানাযায়, শেরপুর জেলা শহরের নতুনবাস স্ট্যান্ড গৌরীপুর পুলিশ ফাড়ির এ এস আই আনোয়ার হোসেন রাতের ডিউটি করে সকালে ফাড়ি সংলগ্ন ব্যবসায়ী মাহমুদের ভাড়া বাসায় এসে ঘুমায়ে পড়ে। এসময় দুর্বত্তরা বাসায় ঢুকে চাইনিজ কুড়াল দিয়ে এলাপাথরি কুপাতে থাকে। এসময় তার চিৎকারে স্ত্রীসহ অন্যরা এগিয়ে এলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় আহত আনোয়ার হোসনকে প্রথমে শেরপুর জেলা হাসপাতালে ও পরে সেখানে তার অবস্থা অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ঘটনার পরপরই পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কাজ শুরু করেছে। পিবিআইও জামালপুর থেকে এসে তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। জানাযায় এএসআই আনোয়ার হোসেন এ ফাড়িতে যোগদিয়েই মাদক জোয়ার বিরোধী ব্যাপক অভিযান শুরু করে। ফলে মাদক ব্যবসা কমে এসছে, বলে জানাই এলাকাবাসী।

প্রাইভেট ডিটেকটিভ/০৫ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর