-
- রাজনীতি, সারাদেশে, স্বাস্থ্য
- মানিকগঞ্জের শিবালয়ে ইউ.পি. চেয়ারম্যানের নেতৃত্বে মশকের বংশবিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ শুরু
- আপডেট সময় August, 5, 2019, 2:36 pm
- 205 বার পড়া হয়েছে
মো: বিল্টু মিয়া, শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
সরাকরের নির্দেশ অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে স্ব স্ব পতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান মাসুদ সরকারের নির্দেশে সাড়া দিয়ে জনগনকে সাথে নিয়ে পৃথক পৃথক ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করেন।
উথলী ইউনিয়নের সকল গ্রাম,বাড়ির আঙ্গিনা,রাস্তার দুই পাশ,ঝোপঝাড়,শিক্ষা প্রতিষ্ঠান,পরিষদ ভবন,এনজিও অফিস কার্যালয়,হাট বাজার, সহ-ঝুকিপূর্ণ জায়গা সমূহ একযোগে সকাল (১০-১২)পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলে।পৃথক পৃথকভাবে একই সময়ে বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালিত হয়, অভিযানে অংশগ্রহণ করেন ইউ.পি সদস্য, রাজনৈতিক নেত্রীবৃন্দ এবং উথলী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।এ ব্যাপারে উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান কে জিঙ্গাস করলে তিনি বলেন,সরকারি নির্দেশ পালনের পাশাপাশি জননিরাপত্তার বিষয়টি বেশি গুরত্ব বহন করে,আমাদের বেঁচে থাকার তাগিদে সকলকেডেঙ্গু মশার বংশবিস্তার রোধে,পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে,এ ব্যাপারে সবাই কে আরও সচেতন হতে হবে,লক্ষ রাখা উচিৎ, যেকোনো মুহূর্তে প্রাকৃতি দুর্যোগ দেশ ব্যাপি ছড়িয়ে পরতে পারে, এর দায়ভার সরকারের উপরে চাপিয়ে দেওয়া ঠিক হবেনা,তিটি মানুষ যদি স্বদিচ্ছায় মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকি তাহলে ক্ষতির মাত্রা কমে আসবে,রাষ্ট্রীয় ব্যয় কম হবে।দেশ আরও দ্রুত এগিয়ে যাবে সম্মৃদ্ধির পথে।
প্রাইভেট ডিটেকটিভ/০৫ আগস্ট ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর