চট্টগ্রামে পদদলিত হয়ে নিহতদের পরিবারকে অনুদান দিচ্ছে হিন্দু ফাউন্ডেশন
ডিটেকটিভ নিউজ ডেস্ক
চট্টগ্রামের এস এস খালেদ রোডে রীমা কমিউনিটি সেন্টারে পদদলনের শিকার হয়েনিহত ১০ জনের পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন। গত শুক্রবার রাতে ফাউন্ডেশনের কার্যকরী সংসদের সভায় এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান দুলাল কান্তি মজুমদার। ফাউন্ডেশনের মহাসচিব শ্যামল কুমার পালিত বলেন, প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে অমুসলিমদের জন্য ভোজের আয়োজনে যারা মারা গেছেন তাদের পরিবারকে আমরা ১০ হাজার টাকা করে দেব। অসহায় পরিবারগুলোর যে কোন বিপদে-আপদে আমরা তাদের পাশে থাকব। সভায় চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মহাসচিব শ্যামল কুমার পালিত, প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, কে পি দাশ, দিলীপ কুমার মজুমদার, অধ্যাপক সচ্চিদানন্দ রায় চৌধুরী, অধ্যাপক হারাধন নাগ, ডা. গৌতম চৌধুরী, বিশ্বজিৎ পালিত, প্রকৌশলী উদয় শেখর দত্ত, আশুতোষ সরকার, তাপস হোড়, অজিত কুমার আইচ, বাসনা দাশ, সুভাষ দাশ ও সুমন কান্তি দে। গত ১৪ ডিসেম্বর গভীর রাত ৩টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। ১৮ ডিসেম্বর মহিউদ্দিনের কুলখানিতে তার পরিবার নগরীর বিভিন্ন কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করে। কুলখানিতে নগরীর এস এস খালেদ সড়কে রীমা কমিউনিটি সেন্টারে পদদলিত হয়ে দশজনের মৃত্যু হয়। আহত হন ২৫জন।