বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে
সারিয়াকান্দি থানার এসআই আব্দুল রাজ্জাক, এএসআই শফিউল এর নেত্বত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। কারেন্ট জালের মূল্য আনুমানিক ১লক্ষ ১০হাজার টাকা। পরে এসব জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।জানা যায়, গত রবিবার হাটফুলবাড়ী বাজার ও জোড়গোছা বাজারের দোকান থেকে এসব অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে সারিয়াকান্দি থানা প্রাঙ্গনে থানা পুলিশ ও সারিয়াকান্দি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, সাংবাদিক পাভেল মিয়া, এস কে সাহার উপস্থিতিতে এ অবৈধ জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।এ ব্যাপারে সারিয়াকন্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন বলেন, সরকারি আইন অমান্য করে জারা এই অবৈধ কাজে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে আগামীতে এই ধরে অভিযান আরো অব্যাহত থাকবে ।
প্রাইভেট ডিটেকটিভ/০২ আগস্ট ২০১৯/ইকবাল