প্রিয়া সাহার বক্তব্যের ইন্ধনদাতাদের খোঁজা হচ্ছে: ওবায়দুল কাদের
ডিটেকটিভ নিউজ ডেস্ক
প্রিয়া সাহা কাদের ইন্ধনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সোমবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রিয়া সাহার বক্তব্যে কারো না কারো ইন্ধন রয়েছে, সরকার তা খতিয়ে দেখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৭ জুলাই হোয়াইট হাউসে তাঁর কার্যালয়ে ধর্মীয় স্বাধীনতা ও সহিষ্ণুতার জন্য বিশ্বের বিভিন্ন ধর্মীয় নেতা ও প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এতে বাংলাদেশি পরিচয় দিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা ট্রাম্পকে বলেন, আমি বাংলাদেশ থেকে এসেছি। এখানে (বাংলাদেশে) প্রায় ৩৭ মিলিয়ন (তিন কোটি ৭০ লাখ) হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ডিসঅ্যাপেয়ার (নিখোঁজ) হয়ে গেছে। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই। এখনো সেখানে (বাংলাদেশে) ১৮ মিলিয়ন (এক কোটি ৮০ লাখ) সংখ্যালঘু মানুষ রয়েছে। আমার অনুরোধ, দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশ ছাড়তে চাই না। শুধু আমাদের (বাংলাদেশে) থাকতে সাহায্য করুন। আমি আমার বাড়ি হারিয়েছি। তারা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। তারা আমার জমি কেড়ে নিয়েছে। কিন্তু কোনো বিচার হয়নি। এ সময় ট্রাম্প জানতে চান, ‘কারা জমি দখল করেছে? কারা বাড়ি দখল করেছে?’ জবাবে ওই নারী বলেন, ‘মুসলিম মৌলবাদী গ্রুপ এগুলো করছে। তারা সব সময় পলিটিক্যাল শেল্টার (রাজনৈতিক ছত্রছায়া) পায়।
উপজেলা নির্বাচনে দলের বিদ্রোহী ও তাদের সহযোগীদের শোকজের সিদ্ধান্ত বাস্তবায়নে আরও কিছুদিন সময় নিয়েছে আওয়ামী লীগ। যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে সেটি আরও ভালোভাবে যাচাই-বাছাই করার জন্য এই সময় নেওয়া হয়েছে বলে জানা ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় সিদ্ধান্ত আছে যারা উপজেলা নির্বাচনে দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছে অথবা বিদ্রোহের সহযোগিতা ও মদদ দিয়েছে, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলো তাদের শোকজ এবং যারা দলের দায়িত্বে আছে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত আমাদের হয়ে আছে। আমাদের ৮টি বিভাগীয় টিম এটি নিয়ে কাজ করছে। এই টিমগুলোর দায়িত্ব যে অভিযোগগুলো এসেছে তা যাচাই-বাছাই করে দেখবেন এবং অভিযোগের সত্যতা কতটুকু অথবা অভিযোগের বাইরেও কোনো অভিযোগ আছে কিনা, থাকলে সেগুলো সংযোজন করা হবে। আমাদের এই বিভাগীয় টিমগুলো বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ তৎপরতার কাজে ব্যস্ত ছিলো। তাদের ব্যস্ততার কারণে অভিযোগগুলো যাচাই-বাছাইয়ে আমরা আরও কিছুদিন, কয়েকটা দিন সময় নিচ্ছি। কোনোভাবে স্থগিত হয়েছে বা বিলম্বের কারণে সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না এটা যেনো মনে না করা হয়। এটা প্রক্রিয়াধীন আছে, যাচাই-বাছাই শেষ হলেই আমরা আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করবো। তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগের ৬টি টিম কাজ করছে। যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত টিমগুলো কাজ করবে। শুধু বন্যা চালাকালীন নয় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন পর্যন্ত আমাদের কাজ চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বন্যায় যেসব মানুষ ঘরবাড়ি হারিয়েছে, রাস্তায় বসে গেছে তাদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সরকার এদের পুনর্বাসন করবে। এটা প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ, পুনর্বাসন পর্যন্ত আওয়ামী লীগ ও সরকার বন্যাদুর্গতদের পাশে থাকবে এবং সহযোগিতা করে যাবে।
দেশের এক-তৃতীয়াংশ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার কথা জানিয়ে কাদের বলেন, মশক নিধনে তিন দিনের পরিচ্ছন্নতা অভিযানের পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। এবার ঢাকায় ব্যাপক আকারে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর এখন দেশের বিভিন্ন জেলা থেকেও রোগী আসছে ঢাকায়। সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ১২ হাজার ছাড়িয়েছে, বেসরকারি হিসাবে ২৬ জনের মৃত্যুও হয়েছে। মশাবাহিত এই রোগ প্রতিরোধে মশা নিধনে সরকার ও ঢাকা সিটি করপোরেশনের যথেষ্ট পদক্ষেপ ছিল না বলেও অভিযোগের মধ্যে পরিচ্ছন্নতা অভিযানে নামছে ক্ষমতাসীন দলটি। সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, প্রায় ২১টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এটা নিয়ে আমাদের করণীয় আছে। শুধু সরকারি দায়িত্ব পালনের মধ্যে আমাদের কর্মকাণ্ড সীমিত রাখতে চাই না। দলীয়ভাবে আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সিদ্ধান্ত নিয়েছি তিন দিনব্যাপী সচেতনতামূলক, সতর্কতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান পালন করব। ৩১ জুলাই, ২ অগাস্ট ও ৩ অগাস্ট সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের সব জেলা, উপজেলা, ইউনিয়নে এই পরিচ্ছন্নতা অভিযান চলবে বলে জানান তিনি। এর সঙ্গে সতর্কতা ও সচেতনতামূলক লিফলেটও বিতরণ করব। ডেঙ্গু নিয়ে ঢাকার মেয়রের নানা মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার বিষয়ে কাদের বলেন, তাদেরকে (দুই মেয়র) যা বলা প্রয়োজন ছিল, তা বলে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, তাদের কথা বার্তায় স্লিপ হতে পারে, তারাও তো মানুষ। তবে তাদের আন্তরিকতা আছে। মশা নিধনে কার্যকর ওষুধ ছিটানোর জন্য প্রধানমন্ত্রী নির্দেশনার মাধ্যমে কি এটা প্রমাণিত হয়েছে যে আগের কীটনাশক অকারর্যকর ছিল- এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, সেটা না, দীর্ঘ দিন হয়ত ওষুধ পড়ে থাকার কারণে এর কার্যকারিতা হারাতে পারে। কাদের বলেন, ডেঙ্গুর ব্যাপারটা এত প্রকট হবে, প্রথম দিকে হয়তবা কেউ ভাবেনি। যখন এর বিস্তার ভয়াবহ পর্যায়ে চলে এসেছে, তখন কিন্তু আমরা কেউ নিষ্ক্রিয় থাকিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার জন্য লন্ডনে থাকলেও প্রতিনিয়ত ফোনে নির্দেশনা দিচ্ছেন বলে জানান মন্ত্রী কাদের। একজন যুগ্ম সচিবের গাড়ির অপেক্ষায় মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে তিন ঘণ্টা ফেরি দাঁড় করিয়ে রাখায় অ্যাম্বুলেন্সে থাকা এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ আসায় তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন কাদেরকে। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে, এখানে যে যত প্রভাবশালী হোক না কেন, অন্যায় করে পার পাবে না। প্রত্যেকটা বিষয় তদন্ত হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ অন্যায় করে, শাস্তি পেতেই হবে।
সংবাদ সম্মেলনের আগে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা হয়। সভায় লন্ডনে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিওকলের মাধ্যমে যোগ দেন। তিনি প্রায় ২৫ মিনিট দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সামগ্রিক বিষয়ে আলাপ-আলোচনা করেন। ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী লন্ডন থেকে আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা মিটিংয়ে বসেছি, এটা তিনি লক্ষ করেছেন। প্রায় ২৫ মিনিটের মতো তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আবদুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।