July 27, 2024, 9:18 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কেশবপুরের ইউপি উপ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীর পলাশ বেসরকারি ভাবে নির্বাচিত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকেঃ

যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও পাঁজিয়া ইউনিয়নের ০৯ নম্বর সাধারণ ওয়ার্ড মেম্বার পদে উপ নির্বাচনে চেয়ারম্য্না পদে বিএনপির সমর্থক হিসেবে পরিচিত স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীর পলাশ (আনারস) ও মেম্বার পদে সিরাজুল ইসলাম (মোরগ) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বৃহষ্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো লক্ষণিয়। কোথাও কোন প্রকার অপ্রতীকর ঘটঁনার খবর পাওয়া যায়নি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল সহ নির্বাহী ম্যাজিষ্টেট এর নের্তৃত্বে কেন্দ্রে কঠোর নজরদারি ছিলো। উপজেলা নির্বাচন অফিসার ও রির্টার্ণি অফিসার মোঃ বজলুর রশিদ সাংবাদিকদের জানান, মজিদপুর ইউনিয়নের ১০ টি ভোট কেন্দ্র ১২হাজার ৭শ ২০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৭ হাজার ২শ ৪৬ ভোট পেয়ে আনারস প্রতিকের প্রার্থী হুমায়ুন কবীর বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি গোলাম সরোয়ার নৌকা প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৪শ ৭৪ ভোট পেয়েছেন। পাঁজিয়া ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে সিরাজুল ইসলাম ৬শ ৮৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ সাংবাদিকদের জানান, অবাধ ও সুষ্ঠু পরিেেবশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নব নির্বাচিত মেম্বার সিরাজুল ইসলাম জানান, আগামি দিনে ওয়ার্ড বাসিকে সাথে নিয়ে উন্নয়নে সচেষ্ট থাকবেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৬জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর