গতকাল ২৪ জুলাই বুধবার মুকসুদপুর উপজেলা পরিষদ(কেজি স্কুল) মাঠে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১০৮ নং নিশ্চিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৫৮নং ভুমসারা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে নিশ্চিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে মেয়েরা।দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৫০নং বাজার বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৬৩নং ইন্দুহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে পরাজিত করে বাজার বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠান মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোসা: তাসলিমা আলী“র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কাবির মিয়া। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিমোহন বাড়ৈ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড: আতিকুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দূর্গা,উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা,উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আশরাফ আলী আশু, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহ আকরাম জাফর,যুগ্ম সাধারন সম্পাদক সাইদুর রহমান টুটুল, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু,মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কাজী মো: ওহিদুল ইসলাম,উপজেলা ত্রুীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহমুদ খান কুটি, সিনিয়র সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখর রজ্ঞন ভক্ত,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: শিহাব খান,জিল্লুর রহমান, এনামুল হক, নুরুল আলম, শুভাষ চন্দ্র চৌধুরী প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মো: কাবির মিয়া চ্যাম্পিয়ন দল এবং রানাস আপ দলের মধ্যে ট্রফি বিতরন করেন।
গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সংসদের নবীনবরণ
কাজী ওহিদ , গোপালগঞ্জ থেকেঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অন্যতম ছাত্র সংগঠন ‘ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সংসদ’ এর নবীনবরণ, মাদকবিরোধী আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ জুলাই) সন্ধ্যায় এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. অধ্যাপক রফিকুননেছা আলী, আইন অনুষদের ডিন আবদুল কুদ্দুস মিয়া, প্রাণিসম্পদ বিজ্ঞান ও ভেটেনারি মেডিসিন বিভাগের সভাপতি মো. শফিকুজ্জামান, ফিশারিজ ও মেরিন বায়োসাইন্স বিভাগের শিক্ষক ড.মাসুদ হোসেন খান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক কায়সার বরকত, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।
প্রাইভেট ডিটেকটিভ/২৪জুলাই ২০১৯/ইকবাল