January 12, 2025, 9:02 pm

সংবাদ শিরোনাম

হাফছড়ি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরন

গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন রামগড় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার উ¤্রাচিং চৌধুরী ।অনুষ্ঠানের সভাপতি হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরীবলেন,দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী বাড়ানো ও মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করে আনার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের এ ফুটবল টুর্নামেন্ট। ইউনিয়ন পর্যায়ে বিজয়ী দল উপজেলায় আবার উপজেলা পর্যায়ে বিজয়ী দল জেলা ও জেলা পর্যায়ে বিজয়ী দল বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। তার ধারাবাহিকতায় গুইমারা উপজেলার হাফছড়িতে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে যারা বিজয়ী হয়েছে তারা উপজেলা পর্যায়ে অংমগ্রহন করবে।এ টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের মোট ২৮দল অংশ গ্রহন করে।এর মধে বালকদের টুর্ণামেন্টে ফাইনালে তিন শূন্য গোলে তৈকর্মা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বড়পিলাক সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।অপরদিকে বালিকাদের টুর্নামেন্টে ছোট কালাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় কে এক শূণ্য গোলে হারিয়ে বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গেওরব অর্জন করে।প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় রামগড় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এই টুর্ণামেন্টের আয়োজন করেন। এসময় ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/২০জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর