জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, “শিলা খাতুন স্থানীয় একটি পূজা মণ্ডব থেকে নম্বর নিয়ে গত ২৯ সেপ্টেম্বর রাতে আমার সরকারি নম্বরে ফোন করে। এ সময় প্রধানমন্ত্রী সম্পর্কে অকথ্য ভাষায় গালাগালি করে।
“আমি ফোনটি কেটে দিলে পুনরায় ফোন দিয়ে গালাগালি করে। পরে বিষয়টি আমি পুলিশ সুপারকে জানাই।”
ওসি আব্দুল হাই বলেন, পুলিশ সুপারের নির্দেশে শিলার অবস্থান শনাক্ত করা হয়। রোববার দুপুরে শহর থেকে তাকে আটক করা হয়। রাতে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করা হয়েছে।