October 11, 2024, 8:23 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০ শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭

ইরানের হামলায় ভূপাতিত মার্কিন ড্রোনটির মূল্য কত জানেন?

ইরানের হামলায় ভূপাতিত মার্কিন ড্রোনটির মূল্য কত জানেন?

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হয় আরকিউ-৪ গ্লোবাল হক নামে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন বিমান। ইরানের অ্যারোস্পেস বাহিনীর কমান্ডার জেনারেল আমির আলি হাজিজাদেহ বলেছেন, ওই হামলায় যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক ও ব্যয়বহুল একটি গুপ্তচর বিমান হারিয়েছে। ভূপাতিত ড্রোনটির মূল্য কত হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিশেষজ্ঞরা। গত  শুক্রবার ইরানভিত্তিক ইংরেজি সংবাদ মাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, গ্লোবাল হক নামের ওই ড্রোনের নির্মাতা হলো মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তি বিষয়ক মার্কিন প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান করপোরেশন। এ ড্রোনগুলো মূলত পানিপথ ও উপকূলীয় অঞ্চলের তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হয়।

বিশেষজ্ঞদের মতে একেকটি গ্লোবাল হকের মূল্য বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার ১০০ কোটি। আকাশের অনেক উঁচু সীমায় ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে উড্ডয়নে সক্ষম গ্লোবাল হক। যেকোনো আবহাওয়ায় বিশাল এলাকার নিখুঁত ছবি তুলতে পারে এই ড্রোন।

ইরানের আকাশসীমায় ঢুকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গত বৃহস্পতিবার ভোররাতের দিকে জাস্ক জেলার কৌ-ই মোবারক নামক এলাকায় এ রকমই একটি গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডসের মহাকাশ বিষয়ক শাখা। ড্রোনটি আকাশের অনেক ওপর থেকে ইরানের সীমানার ভেতর গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ ইরানের। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, ভূমি থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটিকে আঘাত করার সময় সেটি আন্তর্জাতিক আকাশসীমায় ছিল।

হরমুজ প্রণালিতে একের পর এক তেলের ট্যাংকারে হামলা, ইরান যুক্তরাষ্ট্রের বাকযুদ্ধ ও সর্বশেষ মার্কিন ড্রোন ভূ-পাতিত করার  ঘটনায় দুই দেশের মধ্যে বর্তমানে তুমুল উত্তেজনা বিরাজ করছে, যা নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন।

এরই মাঝে গত বৃহস্পতিবার ড্রোন ভূ-পাতিত করার প্রতিক্রিয়ায় গত  শুক্রবার ভোরে ইরানে পাল্টা হামলা চালাতে গিয়েও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ।

Share Button

     এ জাতীয় আরো খবর