September 21, 2024, 3:24 pm

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

বুদ্ধিজীবীদের খুনিদের দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকর করব, আশা কাদেরের

বুদ্ধিজীবীদের খুনিদের দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকর করব,  আশা কাদেরের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে ওবায়দুল কাদের এ আশা প্রকাশ করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, আজকে জাতির দাবি, সেই হন্তারকরা, যারা আমাদের সৃষ্টিশীল সন্তানদের হত্যা করেছে, তাদের এই দেশে ফিরিয়ে তাদেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। আমাদের কূটনৈতিক তৎপরতাও, শেখ হাসিনা সরকারের, আরো বেড়েছে। আমরা আশা করছি, সেই খুনিদের দেশে ফিরিয়ে আমরা তাদের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যবস্থা নিতে পারব। শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংসদ সদস্য জাহাঙ্গীর কবির, ডা. দীপ মনিসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এদিন ভোরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সম্মেলেন শেষে তুরস্ক থেকে গতকাল বৃহস্পতিবার ভোরেই দেশে ফিরে রাষ্ট্রপতি সরাসরি চলে যান সেখানে। রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী ফ্রান্সে থাকায় তাঁর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর সামরিক সচিব। এরপর স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা শ্রদ্ধা জানান। মুক্তিযুদ্ধের সময় অধ্যাপক, লেখক, শিল্পী, সাংবাদিকসহ বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি সেনারা। এতে সহায়তা করে আলবদর, আলশামস ও রাজাকার বাহিনীর নেতাকর্মীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর