January 16, 2025, 3:53 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

বুদ্ধিজীবীদের খুনিদের দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকর করব, আশা কাদেরের

বুদ্ধিজীবীদের খুনিদের দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকর করব,  আশা কাদেরের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে ওবায়দুল কাদের এ আশা প্রকাশ করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, আজকে জাতির দাবি, সেই হন্তারকরা, যারা আমাদের সৃষ্টিশীল সন্তানদের হত্যা করেছে, তাদের এই দেশে ফিরিয়ে তাদেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। আমাদের কূটনৈতিক তৎপরতাও, শেখ হাসিনা সরকারের, আরো বেড়েছে। আমরা আশা করছি, সেই খুনিদের দেশে ফিরিয়ে আমরা তাদের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যবস্থা নিতে পারব। শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংসদ সদস্য জাহাঙ্গীর কবির, ডা. দীপ মনিসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এদিন ভোরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সম্মেলেন শেষে তুরস্ক থেকে গতকাল বৃহস্পতিবার ভোরেই দেশে ফিরে রাষ্ট্রপতি সরাসরি চলে যান সেখানে। রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী ফ্রান্সে থাকায় তাঁর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর সামরিক সচিব। এরপর স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা শ্রদ্ধা জানান। মুক্তিযুদ্ধের সময় অধ্যাপক, লেখক, শিল্পী, সাংবাদিকসহ বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি সেনারা। এতে সহায়তা করে আলবদর, আলশামস ও রাজাকার বাহিনীর নেতাকর্মীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর