ফখরুল ইসলাম,জগন্নাথপুর (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ সম্পন্ন হয়েছে।গত ২০ জুন বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর শহরের ভবেরবাজার মাঠে অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতায় ৪টি দল অংশ গ্রহন করে। টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। পৃথক সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। নির্ধারিত খেলায় বঙ্গবন্ধু টুর্নামেন্টে উপজেলার জমাত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে স্বজনশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় ও বঙ্গমাতা টুর্নামেন্টে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এছাড়া গ্রাম বাংলার জনপ্রিয় ফুটবল খেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষক/শিক্ষিকা-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার শতশত জনতার সমাগম হয়।
প্রাইভেট ডিটেকটিভ/২১ জুন ২০১৯/ইকবাল