মনিরুজ্জামান সমুন,ঝিনাইদহ:
ঝিনাইদহে পাট ক্ষেত থেকে সোহেল রানা নামের মসজিদের এক মুয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার বানিয়াবহু গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর গ্রামের বকতিয়ার আলীর ছেলে। সে কালীগঞ্জের চাপালী মসজিদের মুয়াজ্জিন ছিলেন।পুলিশ জানায়, বানিয়াবহু গ্রামের মাঠের একটি পাট ক্ষেতে এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারনা অন্য কোথাও থেকে ধরে এনে তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা কেন এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ জুন ২০১৯/ইকবাল