January 15, 2025, 11:14 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চিকিৎসাধীন নার্সের মৃত্যুতে রামেক হাসপাতালে সহকর্মীদের ভাঙচুর

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলারা খাতুন নামের এক নার্সেরমৃতুতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভাংচুর চালিয়েছেন তার সহকর্মীরা। দিলারা  খাতুন ওই  হাসপাতালেই  সিনিয়র  স্টাফ  নার্স হিসেবে কর্মরত ছিলেন।গত ১৬ জুন ২০১৯ ইংরোববার  রাতে  এ  ঘটনায়  থানা  পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিলারা খাতুন  রাজশাহীর  বাঘা  উপজেলার নওডাঙা গ্রামের সবুজ আহমেদ মিঠুনের স্ত্রী।সবুজ  আহমেদের  অভিযোগ, তার স্ত্রীর মৃত্যু হয়েছে শনিবার দুপুরের আগেই। কিন্তু  হাসপাতাল  কর্তৃ পক্ষ ঘোষণা দিয়েছে রোববার সন্ধ্যায়।তিনি  জানান,  সন্তান  প্রসবের  জন্য  গত বৃহস্পতিবার  তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর  অপারেশন থিয়েটারে  তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে তিনদিনে তার শরীরে ১৬ ব্যাগ রক্ত দেওয়া হয়।চিকিৎসকের  বরাত  দিয়ে তিনি আরো জানান, দিলারা খাতুন জন্ডিসে আক্রান্ত এবং তার কিডনি নষ্ট হয়েগেছে। তিন দিনে চিকিৎসায় তারা প্রায় এক লাখ টাকা খরচ করেন। কিন্তু  গত শনিবার  থেকে তাদের রোগীকেদেখতে দেওয়া হয়নি। গত রোববার  সন্ধ্যায়  দিলারার  মৃত্যুর কথা জানায় চিকিৎসকরা।স্বজনদের  অভিযোগ,  দিলারার  মরদেহ  থেকে পানি বের হচ্ছে। এ  থেকে  তারা  ধারণা  করছেন  শনিবার ইদিলারার  মৃত্যু হয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তা গোপন রেখেছে।এদিকে,  খবরটি ছড়িয়ে পড়লে সন্ধ্যায় হাসপাতালে দিলারার সহকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা আইসিইউ’রদরজায় ভাঙচুর করেন। পরে  পুলিশ  সদস্যরা  ঘটনা স্থলে  গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরে  রামেক  হাসপাতালের  পরিচালক  বিগ্রেডিয়ার  জেনারেল জামিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন বিক্ষুব্ধরা।এ  সময়  হাসপাতাল  পরিচালক ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা কাজে ফিরে যান।এ বিষয়ে জানতে চাওয়া হলে পরিচালক জামিলুর রহমান গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুন ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর