October 11, 2024, 5:13 am

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে দিনমজুরের বসতঘর পুড়ে ছাঁই ৩ লক্ষ টাকার ক্ষতি

এইচ এম জসিম উদ্দিন, মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জের বলইবুনিয়া ইউনিয়নের ছোলমবাড়িয়া গ্রামের দিনমজুর আবু বকর শেখ(৬০) অগ্নিকান্ডে বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়েছে। এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানাগেছে,গত ১৬ জুন রবিবার দুপুর ২টার দিকে ইউনিয়নের ছোলমবাড়িয়া গ্রামের মৃত মমিন উদ্দিন শেখের পুত্র দিনমজুর আবু বকর শেখের বসতঘরে বৈদুৎতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকার্ন্ডের সূত্রপাত হয়। এতে ঘরে থাকা আসবাবপত্র, চাল, ডাল, নগদ টাকা, দেরভরি স্বর্ণালকার, দলিলপত্র সহ ঘরটি সম্পূর্ন্ন পুড়ে ভূস্মিভূত হয়ে যায়। ঘটনাস্থলে তাৎক্ষনিক ফায়ার সার্ভিস রাস্তাঘাট যোগাযোগ বিছিন্ন থাকার কারনে পৌঁছাতে পারেনি। দীর্ঘ ১ ঘন্টা ধরে আগুন জলতে থাকায় স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত আবু বকর শেখের স্ত্রী শিউলি বেগম জানান, প্রতিদিনের ন্যায় স্বামী কাজে বেড়িয়ে যাওয়ায় তিনি নিজেও প্রয়োজনীয় কাজে কালিকাবাড়ি বাজারে ছিলেন। শুধুমাত্র বড় মেয়ে আছমা বেগম ও ছোট ছেলে হাসিব বাড়িতে ছিলো মেয়ে আছমা গোসল করতে গিয়ে এসে দেখে ঘরটি আগুনে জ্বলছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুন ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর