জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) থেকেঃ
যশোরের কেশবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে বরকে ১৮ মাস ও কনেকে শিশু কিশোর অপরাধ আইনে ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেছে।উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলার বনগ্রামের হাসিবুর রহমানের মেয়ে মাছুরা খাতুন(১৬) চলতি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। শুক্রবার কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামের আবদুল খালেক মোড়লের ছেলে মুস্তাফিজুর রহমানের সাথে তার পারিবারিকভাবে বিয়ে হয়। এ উপলক্ষে শনিবার ছেলের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানূর রহমানের নেতৃত্বে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বর মুস্তাফিজুর রহমান (২৫) ও কনে মাছুরা খাতুন (১৬) কে আটক করে। শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে বর মুস্তাফিজুর রহমানকে ১৮ মাস ও কনে মাছুরা খাতুনকে শিশু কিশোর অপরাধ আইনে ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানূর রহমান বলেন, বর মুস্তাফিজুর রহমান (২৫) ও কনে মাছুরা খাতুন (১৬) কে আটক করে ঘটনাস্থলে আদালত বসিয়ে কারাদন্ডাদেশ দেয়া হয়।গত রোববার সকালে তাদেরকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুন ২০১৯/ইকবাল