ইউটিউব উগ্রপন্থা ছড়ানো ভিডিও সরিয়ে নেবে
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
উগ্রপন্থা ও বিদ্বেষ উসকে দেয় এমন সব ভিডিও ও চ্যানেল সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইউটিউব।
যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও শেয়ারিং ওয়েবসাইটটি বলছে, নয়া নাৎসিবাদ, শ্বেতাঙ্গ বর্ণবাদ ও অন্যান্য সংকীর্ণতাবাদী মতাদর্শ প্রচারকারী চ্যানেলগুলো তাদের সেবা থেকে বাদ দেওয়া হবে।
আর যেসব ভিডিওতে মানুষে মানুষে ভেদাভেদ তৈরির জন্য কোনো পক্ষের শ্রেষ্ঠত্ববাদের কথা বলা হবে সেগুলো নিষিদ্ধ করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কানেটিকাটের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের মতো সহিংস ঘটনাগুলো অস্বীকার করে যেসব ভিডিও দেওয়া হবে, সেগুলোও ইউটিউবে নিষিদ্ধ হবে।
তবে কোনো সুনির্দিষ্ট চ্যানেল বা ভিডিওর নাম প্রকাশ করেনি তারা।
বুধবার এক ব্লগ পোস্টে ইউটিউব কর্তৃপক্ষ এই পরিকল্পনা ঘোষণা করেছে বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
“বিদ্বেষ, হয়রানি, বৈষম্য ও সহিংসতা উসকে দেওয়ার জন্য আমাদের প্ল্যাটফর্মের ব্যবহার বন্ধ এবং এর সুরক্ষার জন্য এটা করা আমাদের দায়িত্ব,” বলেছে কোম্পানিটি।