অ্যামাজনে মোটোরলার জেড৪
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
আনুষ্ঠানিকভাবে এখনও নতুন ফ্ল্যাগশিপ মোটো জেড৪ উন্মোচন করেনি মোটোরলা। এরইমধ্যে এই মডেলের একটি ডিভাইস বিক্রি করেছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।
সোমবার অ্যামাজন সাইটে তোলা হয় মোটো জেড৪। এতে ডিভাইসটি তাৎক্ষণিকভাবে বিক্রির অফার দেওয়া হয়। আর ডিভাইসটি কেনার জন্য অর্ডারও করে বসেন এক গ্রাহক। পরে ইউটিউবে এটির আনবক্সিং ভিডিও আপলোড করেছেন তিনি Ñ খবর প্রযুক্তি সাইট ভার্জের।
অ্যামাজন ওয়েবসাইটের তথ্যানুসারে ২৩৪০ ঢ ১০৮০ রেজুলিউশানের ৬.৪ ইঞ্চি ওলেড পর্দা রয়েছে নতুন মোটো জেড৪ ডিভাইসটিতে। এর সঙ্গে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর, ১২৮ গিগাবাইট স্টোরেজ, চার গিগাবাইট র্যাম এবং ৩৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি।
ডিভাইসটি বিক্রির পরই অ্যামাজন সাইট থেকে ওই পাতাটি সরিয়ে নেওয়া হয়েছে। জেড৪-এর ‘অ্যামাজন-এক্সক্লুসিভ’ মডেলের তালিকায় দেওয়া হয়েছিল ডিভাইসটি। অ্যামাজন-এক্সক্লুসিভ ডিভাইসগুলোতে অ্যালেক্সাসহ অ্যামাজনের অন্যান্য অ্যাপ আগে থেকেই ইনস্টল করা থাকে।
ডিভাইসটি অ্যামাজন সাইট থেকে সরানোর আগেই এটির স্ক্রিনশট নিয়েছেন এক গ্রাহক। এতে মোটো জেড৪-এর দাম বলা হয়েছে ৪৯৯.৯৯ মার্কিন ডলার।
ইতোমধ্যেই অ্যামাজন সাইটে বিক্রি হওয়ায় ধারণা করা হচ্ছে এবার শীঘ্রই ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবে মোটোরলা।