এবার ফোল্ডএবল পর্দার পেটেন্ট পেলো অ্যাপল
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
ফোল্ডএবল পর্দার পেটেন্ট অনুমোদন পেয়েছে অ্যাপল। ভবিষ্যতে আইফোন এবং অন্যান্য ডিভাইসে দেখা যেতে পারে এই পর্দা।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার এই পেটেন্ট অনুমোদন দিয়েছে মার্কিন পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস। এতে একটি ইলেকট্রনিক ডিভাইসের কথা বলা হয়েছে যার পর্দা এবং কাভার নমনীয় এবং ভাঁজযোগ্য।
ফোল্ডএবল পর্দার জন্য ইতোমধ্যেই বেশ কিছু পেটেন্ট আবেদন করেছে অ্যাপল। এর মধ্যে অনুমোদন পাওয়া পেটেন্ট আবেদনটি করা হয়েছে ২০১৮ সালের জানুয়ারি মাসে।
এর আগে টাচ সেন্সরসহ নমনীয় পর্দার পেটেন্ট আবেদন করেছে অ্যাপল। এই পর্দার একটি অংশ বইয়ের মতো খোলা বা বন্ধ করা যায়।
২০১৮ সালের শুরুতেও ফোল্ডএবল ফোনের একটি পেটেন্ট অনুমোদন পেয়েছে অ্যাপল। পেটেন্ট অনুযায়ী ডিভাইসটি কব্জা হবে নমনীয় এবং এতে ফেব্রিক ব্যবহার করা হবে।
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ভাঁজযোগ্য স্মার্টফোনের একটি ব্লুপ্রিন্ট জমা দিয়েছে অ্যাপল। এই পর্দাটি অর্ধেক বা দুই তৃতীয়াংশ ভাঁজ করা যায়। ডিভাইসটি ফোন, ট্যাবলেট, ল্যাপটপ তিন মোডেই ব্যবহার করা যাবে।
ইতোমধ্যেই ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং এবং হুয়াওয়ে। বলা হচ্ছে, ২০২১ সালের মধ্যে ফোল্ডএবল আইফোন আনতে পারে অ্যাপল।