জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
মোঃফখরুল ইসলাম জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নব-গঠিত কমিটির সদস্যরা হচ্ছেন, সভাপতি সুহিন আহমদ দুদু, শায়েক আহমদ,সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন, সহ-সভাপতি ছুনু কামালী,সহ সভপতি যশ আলম মিয়া, সাধারণ সম্পাদক আজিজুল হক আনা, যুগ্ম-সম্পাদক সৈয়দ মনির,অলিউর রহমান অলি,আদিল মিয়া,সোহেল মিয়া ভূইয়া, সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া,জুয়েল হোসেন,আব্দুর রহমান, কোষাধ্যক্ষ শামীনুর রহমান ভূইয়া, সহ-কোষাধ্যক্ষ লিমন কামালী, প্রচার সম্পাদক রিয়াদ খাঁন,সহ-প্রচার সম্পাদক শাহিদুল হক ফাহাদ,আমিনূর রহমান ভূইয়া,দপ্তর সম্পাদক শুভ রাজ,সহ দপ্তর সম্পাদক মশাঈদ মিয়া,ক্রীড়া সম্পাদক মো: শোভন আহমদ ভুইয়া,সহ ক্রিড়া সম্পাদক এবির মিয়া,সাবের হোসেন,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল আহমদ,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইদ্রিছ আহমদ,ধর্ম সম্পাদক শেখ মান্না,সহ ধর্ম সম্পাদক স্বদীপ পান্ডে।
সদস্য নজিরুল ইসলাম নজির,রাহুল আমিন রাহুল,শাপলা,আবু ছালেহ,আ:মুকিত,সিতু মিয়া,মিছলু কোবেরী,শহিদুর রহমান,শেখ সুমন আহমদ,আমিনুর কামালী,আলীম উদ্দিন,সাদিক মিয়া,জুবায়ের,ইমরান,মো: রনি মিয়া,শোয়েব আহমদ,মুনসুর,তোফায়েল,সুলেমান,জয়নাল,সানোয়ার আহমদ,আলকাজ মিয়া।