রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা
ডিটেকটিভ নিউজ ডেস্ক
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার তিলাহারী মহল্লায় গলায় ফাঁস দিয়ে সাথী বেগম নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। গৃহবধুর বাবা আজাদ আলী বাদি হয়ে মোহনপুর থানায় ইউডি মামলা করেছেন। মোহনপুর থানার ওসি এসএম আবুল কাশেম আজাদ জানান, উপজেলার কেশরহাট পৌরসভার ফুলশো গ্রামের দানেচ আলীর ছেলে বাচ্চু রহমান (২৮) এক পূর্বে একই উপজেলার জাহানাবাদ গ্রামের আজাদ আলীর মেয়ে সাথী বেগম (২৪) বিয়ে করে তিলাহারী গ্রামের বাসা ভাড়া নিয়ে থাকেন। গত রোববার সন্ধার সময় স্বামী বাচ্চু রহমান মোড়ে চা নিতে আসলে গৃহবধু সাথী বেগম শয়ন কক্ষে গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ওসি আরো জানান, কি কারণে গৃহবধু আত্মহত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে।