January 11, 2025, 7:56 pm

সংবাদ শিরোনাম

লড়াই চলবে মেসির সঙ্গে: রোনালদো

লড়াই চলবে মেসির সঙ্গে: রোনালদো

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

লিওলেন মেসিকে হারিয়ে ব্যালন ডি’অর জয়ের পর ক্রিস্তিয়ানো রোনালদো জানালেন, ভবিষ্যতেও চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই চলবে তার।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসের আইফেল টাওয়ারে এক অনুষ্ঠানে পুরস্কারজয়ী হিসেবে পর্তুগিজ অধিনায়কের নাম ঘোষণা করে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। সব মিলিয়ে পাঁচবার এই পুরস্কার জিতে ভাগ বসালেন মেসির রেকর্ডে।

অক্টোবরে বার্সেলোনার এই ফরোয়ার্ডকে হারিয়ে জিতেছিলেন ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারও।

ভবিষ্যতেও ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে মেসির সঙ্গে এই লড়াই চালিয়ে যাওয়ার আশা রোনালদোর। তবে কোনো একদিন নেইমারও পুরস্কারটি জিতবে বলে ধারণা তার।

“এই পর্যায়ে আরও অনেক বছর খেলার আশা করি আমি। আশা করি, মেসির সঙ্গে এই লড়াই চলবে।”

“নেইমারের অনেক প্রতিভা ও সম্ভাবনা আছে। আমি নিশ্চিত, ভবিষ্যতে এই পুরস্কার জয়ের সুযোগ পাবে সে।”

তবে রোনালদোর পুরস্কারের ক্ষুধা যে মেটেনি সেটা তার কথাতেই স্পষ্ট। রিয়ালে খুব ভালো আছেন বলেও জানালেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

“আমি সাতটি ব্যালন ডি’অর পুরস্কার চাই; চাই সাত বাচ্চা। রিয়াল মাদ্রিদে আমি সুখে আছি। আমি এখানেই থাকতে চাই। সম্ভব হলে রিয়াল মাদ্রিদেই আমি আমার ক্যারিয়ার শেষ করতে চাই।”

Share Button

     এ জাতীয় আরো খবর