December 23, 2024, 9:30 am

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

‘দমন-পীড়ন করে বিএনপিকে ধ্বংস করা যাবে না’

‘দমন-পীড়ন করে বিএনপিকে ধ্বংস করা যাবে না’

ডিটেকটিভ নিউজ ডেস্ক

হামলা-হামলা, দমন-পীড়ন, নির্যাতন করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছিল, আছে, থাকবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী চালক সংগ্রাম পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।

সরকারের উদ্দেশে জয়নুল আবদিন বলেন, আন্দোলন ছাড়াই আপনারা বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছেন। ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন হোক বিএনপি তা চায় না জানিয়ে ফারুক বলেন, ‘সংবিধান, সংবিধান বলে যদি আবার ৫ জানুয়ারির মতো আরও একটি ষড়যন্ত্রমূলক নির্বাচন করা হয় দেশের ১৬ কোটি মানুষ সেটা গ্রহণ করবে না। এমনকি বিশ্বের কোনো সরকারই গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ এখন জেগে উঠেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার দলকে বাইরে রেখে যারা ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচনের চিন্তা করে ষড়যন্ত্রে লিপ্ত আছেন তাদের আশা কোনোদিন সফল হবে না।’

বিএনপিকে কঠোরভাবে মোকাবিলা করা হবে-আওয়ামী লীগের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘বিগত কয়েক বছর যাবৎ আপনারা বিএনপিকে কোনো সভা-সমাবেশ করতে দেন না, রাজপথে মিছিল করার অনুমতি দেন না, ঘরের মধ্যে আবদ্ধ রাখতে চান। কোনো কারণ ছাড়াই খালেদা জিয়ার হাজিরার দিন আপনারা হামলা চালিয়েছেন, লাঠিচার্জ করেছেন। এর চেয়ে কঠোর আপনারা আর কি করবেন?’

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, যারা নির্যাতনের মাধ্যমে বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন তাদের মনে রাখা উচিত এটা সম্ভব নয়। বিএনপি মাটি ও মানুষের আস্থার প্রতীক। দেশনেত্রী যেখানে যাবেন জন¯্রােতে সব ভেসে যাবে। জনতার ¯্রােতের কাছে কোনো স্বৈরশাসকই টিকে থাকতে পারে না।

সংগঠনের সভাপতি এম এইচ মনিরের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন-বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ঘুরে দাঁড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকী প্রমুখ।

 

Share Button

     এ জাতীয় আরো খবর