মাইক্রোসফট এবার ট্রিলিয়ন ডলার ক্লাবে
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
বাজার মূল্যে এবার ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে মাইক্রোসফট। একইসঙ্গে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের তকমাও পেয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার শেয়ার বাজারের শেষ দিকে প্রথমবারের মতো ট্রিলিয়ন ডলার ক্লাবে নাম লেখায় মাইক্রোসফট। তৃতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে আয় বেশি হওয়ায় বুধবার শেয়ার মূল্য এক লাফে চার শতাংশ বেড়েছে প্রতিষ্ঠানটির। আর এতেই বাজার মূল্য ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে মাইক্রোসফটের– খবর প্রযুক্তি সাইট সিনেটের।
বছরের তৃতীয় প্রান্তিকে মাইক্রোসফটের আয় বলা হয়েছে ৩০৬০ কোটি মার্কিন ডলার এবং মোট লাভ ৮৮০ কোটি ডলার। উইন্ডোজ, এক্সবক্স/গেইমিং, বিজ্ঞাপন এবং সারফেইস ব্যবসা বৃদ্ধির ফলেই আয় বেড়েছে প্রতিষ্ঠানটির।
শেয়ার মূল্য বাড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের তকমাও পেয়েছে মাইক্রোসফট। বাজারে প্রতিষ্ঠানের সব শেয়ারের দাম হিসাব করেই প্রতিষ্ঠানের বাজার মূল্য ঠিক করা হয়েছে।
প্রথম প্রতিষ্ঠান হিসেবে আগের বছর অগাস্টে ট্রিলিয়ন ডলার ক্লাবে ওঠে অ্যাপল। কিন্তু প্রতিষ্ঠানের বর্তমান বাজার মূল্য ৯৭৬০০ কোটি মার্কিন ডলার।
অ্যাপলের এক মাস পর ট্রিলিয়ন ডলার বাজার মূল্যে পৌঁছে অ্যামাজন। প্রতিষ্ঠানটির বর্তমান বাজার মূল্য ৯৩৫০০ কোটি ডলার।