অ্যাপল এবছরই নতুন এয়ারপডস আনতে পারে
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
চলতি বছরের শেষ দিকেই দুইটি নতুন মডেলের এয়ারপডস আনতে পারে অ্যাপল। এবারে ডিভাইসটির নকশা পরিবর্তন করতে পারে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
এয়ারপডস নিয়ে নতুন তথ্য দিয়েছেন অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো। অ্যাপল বিষয়ে সঠিক তথ্য ফাঁস করায় খ্যাতি রয়েছে তার।
কুয়োর দাবি নতুন নকশার এয়ারপডস-এর দাম দ্বিতীয় প্রজন্মের আইপডের চেয়ে বেশি হবে। স্ট্যান্ডার্ড চার্জিং কেইসের দ্বিতীয় প্রজন্মের আইপডস-এর দাম ১৫৯ ব্রিটিশ পাউন্ড। আর ওয়্যারলেস চার্জিং কেইসের আইপডস-এর বাজার মূল্য ১৯৯ পাউন্ড।
নতুন নকশার এয়ারপডস-এর পাশাপাশি বর্তমান নকশারও একটি আপডেটেড সংস্করণ আনা হতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
কুয়োর ধারণা, নতুন নকশা আনা হলে ডিভাইসটিতে গ্রাহকের চাহিদা আরও বাড়বে এবং গ্রাহক এতে আরও বেশি আকৃষ্ট হবেন।
২০১৯ সালে এয়ারপডস বিক্রি ৫.২ কোটিতে পৌঁছাবে বলে ধারণা করছেন কুয়ো। আর ২০২০ সালে এই সংখ্যা দাঁড়াবে সাড়ে সাত থেকে সাড়ে আট কোটি।
নতুন এয়ারপডস-এ ‘নয়েজ-ক্যান্সেলেশন ফাংশন’ রাখা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আগের মাসেই দ্বিতীয় প্রজন্মের এয়ারপডস উন্মোচন করেছে অ্যাপল। ‘হেই সিরি’ সমর্থনের পাশাপাশি ৫০ শতাংশ বেশি টকটাইম পাওয়া যাবে এতে।