December 21, 2024, 9:54 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায় যশোরে জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অনুষ্ঠানের ভিডিও নিয়ে তোলপাড় পটুয়াখালীতে রাখাইনদের ধান লুটের ঘটনা মিথ্যে দাবী করে যুবদল নেতার মানববন্ধন ভারত সীমান্তের ইছামতী নদীর তীর থেকে ৩ বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার সেন্টমার্টিন দ্বীপে শতাধিক ইট-পাথরের স্থাপনা : ২০৪৫ সালের মধ্যেই সাগরে তলিয়ে যাবার আশংকা

পেনাল্টির দাম ১ মিলিয়ন ইউরো !

পেনাল্টির দাম ১ মিলিয়ন ইউরো !
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

পেনাল্টি শট নিয়ে গত সপ্তাহে এডিনস কাভানি ও নেইমারের মধ্যকার দ্বন্দ্বের কথা সবারই জানা৷ কাভানি সব ঠিক আছে বলে জানান৷ দলের সবার কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান নেইমার৷ এরই মাঝে বোমা ফাটাল স্প্যানিশ সংবাদপত্র এল পাইস৷ তারা জানিয়েছে প্যারিস সাঁজার কর্তারা পেনাল্টি নেওয়ার দায়িত্ব নেইমারকে ছেড়ে দিতে ১ মিলিয়ন ইউরো অফার করেছিলেন কাভানিকে৷

বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়ার সময় নেইমার বলেছিলেন, পিএসজিকে তিনি নিজের ঘর মনে করেন৷ পাঁচ নম্বর ম্যাচে পেনাল্টি কিক নিয়ে ঝামেলার জড়িয়ে পড়েন কাভানি ও নেইমার৷ শুধু নেইমারই নয়, উরুগুয়ের তারকা বিবাদে জড়ান দানি আলভেজের সঙ্গেও৷ খেলার দ্বিতীয়ার্ধের শেষের দিকে নেইমারকে একটি পেনাল্টি শটের সুযোগ দিতে অস্বীকার করেন কাভানি৷
সেখান থেকেই বিবাদের সূত্রপাত৷ সেই ঘটানকে ধামাচাপা দিতে আসরে নামেন ক্লাব কর্তারা৷ গুঞ্জন উঠেছিল, ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হয়ে বাড়তি ১ মিলিয়ন ইউরো পাওয়ার জন্যই নাকি নেইমারকে পেনাল্টি নিতে দেননি তিনি৷ এ নিয়ে নেইমারের সাথে ড্রেসিংরুমেও কথা কাটাকাটি হয়েছে কাভানির৷ পিএসজি কোচ উনেই এমরে যদিও বলেছিলেন, ব্যাপারটা নিজেদের মধ্যেই মিটমাট করে নেবেন দুজনে৷পিএসজি প্রেসিডেন্ট নাসির আল খেলাইফি নিজেই এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছিলেন। কাভানিকে তিনি প্রস্তাব দেন, সর্বোচ্চ গোলদাতা না হলেও তাকে ১ মিলিয়ন ইউরো বোনাস দেয়া হবে৷ বিনিময়ে তিনি শুধু পেনাল্টিটা নেইমারকে নিতে দেবেন৷ প্রেসিডেন্টের প্রস্তাবটা নাকি সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছেন কাভানি৷ পরের ম্যাচগুলোতেও পেনাল্টি তিনিই নেবেন বলে জানিয়ে দিয়েছেন কোচ ও ক্লাব কর্মকর্তাদের৷
Share Button

     এ জাতীয় আরো খবর