September 21, 2024, 9:24 am

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

বিপিএলে পাকিস্তানির হ্যাটট্রিক

বিপিএলে পাকিস্তানির হ্যাটট্রিক

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিপিএলে খুলনা টাইটানসকে ৮০ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল কুমিল্লা ভিক্টোরিয়ানস প্লে অফ পর্বে ওঠার সুযোগ আগেই হারিয়েছে খুলনা টাইটানস। ম্যাচটা কুমিল্লা ভিক্টোরিয়ানসের জন্য ছিল গুরুত্বপূর্ণ। হারলে বিপদ বাড়বে। জিতলে প্লে অফ পর্বের আরও কাছে। কুমিল্লা এই হিসেব কষেই দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের সংগ্রহ তুলে ফেলেছিল। খুলনার সামনে সুযোগ ছিল মরার আগে মরণকামড় দেওয়ার। কিন্তু সেটি আর হলো কোথায়! এক ব্রেন্ডন টেলর ছাড়া খুলনার কারও ব্যাটিং দেখে মনে হয়নি দলটি জেতার জন্য খেলছে। উল্টো, কুমিল্লাই ব্যাটে-বলে যা একটু বিনোদন দিয়েছে। এভিন লুইসের সেঞ্চুরির পর হ্যাটট্রিক করেছেন দলটির পেসার ওয়াহাব রিয়াজ।

জয়ের জন্য খুলনার সামনে লক্ষ্য ছিল ২৩৮ রানের। হারানোর কিছু নেই। বরং যাওয়ার আগে যদি দারুণ কিছু তুলে নেওয়া যায়। ১২০ বলে পাহাড়সম এই লক্ষ্য তাড়া করতে নামা খুলনার লক্ষ্যটা হবে এমনÑভক্তরা তো ভেবেই রেখেছিলেন। মার মার কাট কাট ব্যাটিং করবেন টেলর, জুনায়েদ সিদ্দিকি, কার্লোস ব্রাফেটরা। কিন্তু পারলেন শুধু টেলর। মোহাম্মদ সাইফউদ্দিনের করা প্রথম ওভারেই ১৪ রান তুলে উত্তেজনার রেণু উড়িয়েছিলেন এই জিম্বাবুইয়ান। ৩৩ বলে ৫০ রান করে তিনি আউট হলেন ১৩তম ওভারে। এরপর খুলনার ব্যাটিংয়ে বাকি সময়টুকু যেন ¯্রফে খেলার তাগিদে খেলা, আর ম্যাচটি টি-টোয়েন্টি বলেই স্ট্রোক খেলার চেষ্টা করা। এমন নয় যে খুলনার ব্যাটসম্যানরা রান তোলার চেষ্টা করেননি। তবে জয়ের খিদেটাও চোখে পড়েনি।

প্রথম ১০ ওভার শেষে খুলনার স্কোর ছিল ২ উইকেটে ৯৪। অর্থাৎ ৬০ বলে খুলনা তখনো ১৪৪ রানের দূরত্বে পিছিয়ে। পরের তিন ওভারের মধ্যে মাহমুদউল্লাহ ও টেলর ফেরার পর রান রেট কমেছে খুলনার। এরপর ১৬ থেকে ১৯Ñএই চার ওভারে দলটি হারিয়েছে ৬ উইকেট। ফিরে যান ব্রাফেট (২২), নাজমুল হোসেন (১৪), আরিফুল হক (২), ডেভিড ভিসে (৮), তাইজুল ইসলাম (১) ও সাদ্দাম। এর মধ্যে ১৯তম ওভারে হ্যাটট্রিক করেন কুমিল্লার পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে ভিসে, তাইজুল ও সাদ্দামকে ফেরান রিয়াজ। এবারের বিপিএলে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে হ্যাটট্রিক করেছিলেন ঢাকা ডায়নামাইটসের দেশি স্পিনার আলিস ইসলাম।

খুলনা ১৫৭ রানেই গুটিয়ে যাওয়ায় ৮০ রানের বড় জয় পেয়েছে কুমিল্লা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠল দলটি। ৯ ম্যাচে তাঁদের সংগ্রহ ১২ পয়েন্ট। চিটাগং ভাইকিংসের সংগ্রহও ১২ পয়েন্ট তবে রান রেটে পিছিয়ে দুইয়ে রয়েছে দলটি। অন্য দিকে ১১ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা খুলনা বিদায় নেওয়ার আগে আর একটি ম্যাচ খেলবে।

Share Button

     এ জাতীয় আরো খবর