December 21, 2024, 6:48 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায় যশোরে জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অনুষ্ঠানের ভিডিও নিয়ে তোলপাড় পটুয়াখালীতে রাখাইনদের ধান লুটের ঘটনা মিথ্যে দাবী করে যুবদল নেতার মানববন্ধন ভারত সীমান্তের ইছামতী নদীর তীর থেকে ৩ বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার সেন্টমার্টিন দ্বীপে শতাধিক ইট-পাথরের স্থাপনা : ২০৪৫ সালের মধ্যেই সাগরে তলিয়ে যাবার আশংকা

বীরাঙ্গনা ও ভালোবাসার গল্পে শিমু

বীরাঙ্গনা ও ভালোবাসার গল্পে শিমু

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। ক্যারিয়ারের শুরু থেকেই ব্যতিক্রমী সব চরিত্র দিয়ে দর্শকদের মন জয় করেন। দর্শকদের কাছে সুমাইয়া শিমু মানেই বিশেষ কিছু। সাম্প্রতিক সময়ে এই অভিনেত্রী খ- নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তারই ধারাবাহিকতায় মহান বিজয় দিবসের জন্য ‘জয়তু’ শীর্ষক একটি খ- নাটকের কাজ শেষ করেছেন তিনি। এটির কাহিনি আবর্তিত হয়েছে একজন বীরাঙ্গনাকে নিয়ে।

সঙ্গে থাকছে ভালোবাসার গল্প।  এই নাটকে শিমুর সঙ্গে দেখা যাবে রওনক হাসানকে। প্রায় দুই বছর পর এই নাটকের মধ্যদিয়ে তারা দুজন আবারো একসঙ্গে অভিনয়

করলেন। জহির করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। নাটকটির গল্পে মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের ঘটনাও থাকবে। গল্পে দেখা যাবে শিমু-রওনক হাসানকে স্বামী- স্ত্রীর ভূমিকায়। মূলত যেদিন তাদের বিয়ে হয়,  সেদিন বাসর রাতেই হানাদাররা শিমুকে তুলে নিয়ে যায়। আর তার স্বামীকে হত্যা করা হয়। খ- নাটকের পাশাপাশি শিমু ধারাবাহিক নাটকের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। দীর্ঘদিন তাকে নতুন কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে না। তবে এরইমধ্যে কয়েকটি ধারাবাহিকের স্ক্রিপ্ট হাতে পেয়েছেন। এগুলো থেকে খুব শিগগির দু-একটি ধারাবাহিকে কাজ করার সিদ্ধান্তও নিচ্ছেন এই অভিনেত্রী। নতুন কোনো একটি চরিত্র নিয়ে আবারো ধারাবাহিকে ফিরতে চান বলে তার ভাষ্য।

Share Button

     এ জাতীয় আরো খবর