September 17, 2024, 5:57 pm

সংবাদ শিরোনাম

বীরাঙ্গনা ও ভালোবাসার গল্পে শিমু

বীরাঙ্গনা ও ভালোবাসার গল্পে শিমু

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। ক্যারিয়ারের শুরু থেকেই ব্যতিক্রমী সব চরিত্র দিয়ে দর্শকদের মন জয় করেন। দর্শকদের কাছে সুমাইয়া শিমু মানেই বিশেষ কিছু। সাম্প্রতিক সময়ে এই অভিনেত্রী খ- নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তারই ধারাবাহিকতায় মহান বিজয় দিবসের জন্য ‘জয়তু’ শীর্ষক একটি খ- নাটকের কাজ শেষ করেছেন তিনি। এটির কাহিনি আবর্তিত হয়েছে একজন বীরাঙ্গনাকে নিয়ে।

সঙ্গে থাকছে ভালোবাসার গল্প।  এই নাটকে শিমুর সঙ্গে দেখা যাবে রওনক হাসানকে। প্রায় দুই বছর পর এই নাটকের মধ্যদিয়ে তারা দুজন আবারো একসঙ্গে অভিনয়

করলেন। জহির করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। নাটকটির গল্পে মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের ঘটনাও থাকবে। গল্পে দেখা যাবে শিমু-রওনক হাসানকে স্বামী- স্ত্রীর ভূমিকায়। মূলত যেদিন তাদের বিয়ে হয়,  সেদিন বাসর রাতেই হানাদাররা শিমুকে তুলে নিয়ে যায়। আর তার স্বামীকে হত্যা করা হয়। খ- নাটকের পাশাপাশি শিমু ধারাবাহিক নাটকের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। দীর্ঘদিন তাকে নতুন কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে না। তবে এরইমধ্যে কয়েকটি ধারাবাহিকের স্ক্রিপ্ট হাতে পেয়েছেন। এগুলো থেকে খুব শিগগির দু-একটি ধারাবাহিকে কাজ করার সিদ্ধান্তও নিচ্ছেন এই অভিনেত্রী। নতুন কোনো একটি চরিত্র নিয়ে আবারো ধারাবাহিকে ফিরতে চান বলে তার ভাষ্য।

Share Button

     এ জাতীয় আরো খবর