January 15, 2025, 10:48 am

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংখ্যালঘুদের ওপর হামলা পরিকল্পিত: সংস্কৃতিমন্ত্রী

সংখ্যালঘুদের ওপর হামলা পরিকল্পিত: সংস্কৃতিমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক                

 

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন-বর্তমান সময়কে অস্থিতিশীল করার জন্য স্বাধীনতাবিরোধী একটি চক্র সক্রিয় রয়েছে। তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। কিভাবে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া যায় তার জন্য সেই চক্রটি এখনো দেশি-বিদেশী ষড়ষন্ত্র চালাচ্ছে। শুধু তাই নয় তারা দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করছে। রক্তাক্ত লাশের ওপর দাঁড়িয়ে তারা দেশের ক্ষমতায় যেতে চাই। বিশেষ করে দেশের ভিতরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, বাড়ি-ঘরে আগুন ধরানো এ কাজগুলোই তারা করছে। সুপরিকল্পিত ভাবে সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে। গতকাল বুধবার বেলা ১২টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে বাংলা একাডেমি আয়োজিত কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মীরের সমাধীস্থলে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন,যারা দেশের স্বাধীনতা চায়না, যারা আমার দেশের উন্নয়ন চায়না, যারা শেখ হাসিনার উন্নয়নকে অস্বীকার করে তাদের কে আপনারা চিনে রাখবেন। সময় বুঝে তাদের দাঁত ভাঙা জবাব দিবেন। মনে রাখবেন শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে বাংলার মানুষ ভালো থাকবে। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে মীর মশাররফ হোসেনের সাহিত্য ও কর্মময় জীবনের ওপর বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো: জিল্লুল হাকিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মাসুদুজ্জামান, বাংলা একাডেমির অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুর জব্বার, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ড. এ কে এম আজাদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, নির্বাহী কর্মকর্তা মো: মাসুম রেজা প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর