ডিটেকটিভ বিনোদন ডেস্ক
মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। বেছে বেছে সিনেমায় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। অবশ্য ক্যারিয়ারের প্রথম দিকে চরিত্র বাছাইয়ের ব্যাপারে খুব একটা সচেতন ছিলেন না। পরবর্তীতে এ নিয়ে বেশ বেগ পেতে হয় তাকে।
১৯৯৫ সালে মুক্তি পায় আমির অভিনীত সিনেমা আতঙ্ক হি আতঙ্ক। হলিউডের অন্যতম জনপ্রিয় গড ফাদার সিনেমার অনুকরণে তৈরি হয় এটি। এতে মাইকেল কর্লিওন চরিত্রটির বলিউড সংস্করণে অভিনয় করেন তিনি।
আমির খান বলেন, সিনেমাটি মুক্তির পর আমি অত্যন্ত হতাশ হয়েছিলাম। এ সিনেমায় আমার অভিনয় করা ঠিক হয়নি। সিনেমা মুক্তির পরই আমি বুঝে গিয়েছিলাম, অত্যন্ত বাজে কাজ হয়েছে। ক্যারিয়ারের শুরুতে খুব একটা ভালো নয় এমন কিছু সিনেমায় অভিনয় করেছি।
আমির বলেন, টানা তিন-চার সপ্তাহ ঘুমাতে পারিনি। আমার কমন সেন্স তখন কোথায় গিয়েছিল! তবে এতে আত্ম উপলব্ধি হয়েছে। তারপর থেকে খুবই সচেতনভাবে সিনেমা এবং চরিত্র বাছাই করতে শুরু করি। আমার চরিত্রগুলোর লুক কেমন হবে তা নিয়ে কাজ করি। ইন্ডিয়া ডটকম।