সাব্বিরকে জরিমানা আম্পায়ারকে গালি দেওয়ায়
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
আম্পায়ারকে গালি দেওয়ায় সিলেট সিক্সারসের আইকন খেলোয়াড় সাব্বির রহমানকে জরিমানা করা হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল রবিবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড় ও আম্পায়ারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সাব্বির আম্পায়ার মাহফুজুর রহমানকে গালি দেন।
আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায়ই এমনটি করেছেন সাব্বির। ম্যাচ রেফারি দেবব্রত পাল জানান, আচরণবিধি ভঙ্গের দায়ে সাব্বিরকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এ ছাড়া তার নামের পাশে যোগ হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট।
সাব্বিরের এই জরিমানার অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় দেড় লাখ টাকা। আর একটি ডিমেরিট পয়েন্ট যোগ হলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন তরুণ এই অলরাউন্ডার। বিপিএলের গেল আসরেও গুরতর শৃঙ্খলাভঙ্গের দায়ে সাব্বিরকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।