January 14, 2025, 9:54 am

সংবাদ শিরোনাম

গাড়িতে পিক্সেল ৩ এক্সএল পেলেন লিফট চালক!

গাড়িতে পিক্সেল ৩ এক্সএল পেলেন লিফট চালক!

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

উন্মোচনের কয়েক মাস আগে থেকে একে একে ফাঁস হয়েছে গুগলের নতুন পিক্সেল ৩ এক্সএল ডিভাইসের তথ্য ও ছবি। এবার আসল ডিভাইসটিই হাতে পেয়েছেন এক লিফট চালক।

ভুলবশত গাড়িতে পিক্সেল ৩ এক্সএল-এর পরীক্ষামূলক একটি ডিভাইস ফেলে যান যাত্রী। আর তা হাতে পান লিফট চালক। চালক নিজেই একটি পিক্সেল ২ এক্সএল ব্যবহার করে থাকেন। তাই নতুন ডিভাইসটি চিনতে কোনো সমস্যা হয়নি তার– খবর প্রযুক্তি সাইট ভার্জের। যাত্রীকে ডিভাইসটি ফেরত দেওয়ার আগে দ্রুত এটির কিছু ছবি তোলেন লিফট চালক। আগের ধারণা মতোই ডিভাইসটির ওপরে রাখা হয়েছে নচ। আর নিচের দিকে বড় চিন বারও দেখা গেছে। চিনের মধ্যেই বসানো হয়েছে স্পিকার। নতুন ডিভাইসটির ছবি তুলে সেগুলো অ্যান্ড্রয়েডবিষয়ক খবরের সাইট অ্যান্ড্রয়েড পুলিশকে দেন চালক।

ডিভাইসটিতে একটি কেইস লাগানো ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন পিক্সেল ৩ এক্সএল-এর পেছনের পুরো অংশে কাঁচ ব্যবহার করায় কেইস ব্যবহার করাটা এখন জরুরী বলেই ধারণা করা হচ্ছে।

বলা হচ্ছে ৯ অক্টোবর নিউ ইয়র্ক সিটিতে পিক্সেল ৩ এক্সএল ডিভাইসের সঙ্গে নচ ছাড়া পিক্সেল ৩ উন্মোচন করবে গুগল।

Share Button

     এ জাতীয় আরো খবর