January 15, 2025, 7:59 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কক্সবাজারের উখিয়া সীমান্তে শূন্যরেখায় ১ হাজার রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়া সীমান্তে শূন্যরেখায় ১ হাজার রোহিঙ্গা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়া সীমান্তের শূন্যরেখায় অন্তত এক হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে বিজিবি জানিয়েছে।

 

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, গতকাল বৃহস্পতিবার ভোরের আগেই এসব রোহিঙ্গা উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে শূন্যরেখায় আশ্রয় নেয়। এর আগে আঞ্জুমানপাড়া সীমান্ত পয়েন্টের শূন্যরেখায় আশ্রয় নেওয়া ১৫ থেকে ১৭ হাজার তিনদিন থাকার পর ১৯ অক্টোবর থেকে তাদের বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সরিয়ে নেওয়া হয়।

বিজিবি কর্মকর্তা মঞ্জুরুল বলেন, এ পর্যন্ত পাওয়া খবরে শূন্যরেখায় অন্তত হাজারখানেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। সঠিক সংখ্য নিশ্চিত করতে একটু সময় লাগবে। সেখানে ইউএনএইচসিআর, আইওএমসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার কর্মীরাও উপস্থিত রয়েছেন। তাদের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান মঞ্জুরুল। প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে শূন্যরেখা আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার ব্যাপারে করণীয় নির্ধারণ করা হবে বলে জানান এই বিজিবির কর্মকর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর