আইসিইউ থেকে লন্ডনের আরেক হাসপাতালে মেয়র আনিসুল
ডিটেকটিভ নিউজ ডেস্ক
লন্ডনে হাসপাতোলে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে বের করা হয়েছে। এরপর তাকে লন্ডনের আরেকটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার একান্ত সচিব একেএম মিজানুর রহমান। তিনি গত মঙ্গলবার বলেন, মেয়র মহোদয়ের অবস্থা আগের চেয়ে একটু ভালো। চিকিৎসার পরবর্তী ধাপ ফিজিওথেরাপি দেওয়ার জন্য উনাকে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে আনিসুল হককে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। মেয়র আনিসুল হকের পরিবারের সদস্যরা মেয়রের শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানিয়েছেন বলে জানান মিজানুর। তিনি বলেন, স্যারের ফ্যামিলির যারা ওখানে আছেন তারা আমাকে জানিয়েছেন। মেয়ের সন্তান হওয়াকে সামনে রেখে গত ২৯ জুলাই লন্ডনে যান আনিসুল হক। সেখানে অসুস্থ বোধ করায় হাসপাতালে গেলে গত ৪ অগাস্ট পরীক্ষা চলার মধ্যেই তিনি সংজ্ঞা হারান। পরে তার সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা। আনিসুল হকের পরিবারের ঘনিষ্ঠ একজন সে সময় বলেছিলেন, বেশ কিছুদিন ধরেই মেয়রের মাথা ঘোরার সমস্যা দেখা যাচ্ছিল। কিছুক্ষণ খারাপ লাগার পর আবার ঠিক হয়ে যেত। ঢাকার চিকিৎসরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। পরে সিঙ্গাপুরে গেলে সেখানেও চিকিৎসকরা একই কথা বলেছিলেন।