ডিটেকটিভ নিউজ ডেস্ক
ঢাকার ধামরাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে সাথী আক্তার (১৫) ও তাসলিমা আক্তার (১৬) নামে দুই স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। গতকাল বুধবার বিকেলে ইউএনও আবুল কালাম আজাদ এ বাল্যবিয়ে বন্ধ করেন। সাথী কুল্লা ইউনিয়নের বরকৈ গ্রামের শামসুল হকের মেয়ে এবং বিরুলিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। অপরদিকে তাসলিমা একই গ্রামের নীল চাঁনের মেয়ে এবং রোয়াইল উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। ইউএনও আবুল কালাম আজাদ বলেন, বরকৈ গ্রামে শামসুল ও নীল চাঁনের বাড়িতে বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে বিকেলে তিনি ওই দুই বাড়িতে যান। এ সময় বাল্যবিয়ে আয়োজন করায় মেয়ের বাবা শামসুলকে দুই হাজার টাকা ও নীল চাঁনকে এক হাজার টাকা জরিমানা এবং ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা নিয়ে বিয়ে দু’টি বন্ধ করে দেন।