ডিটেকটিভ নিউজ ডেস্ক
উড়োজাহাজ নিয়ে জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার পাইলট সাব্বির এমামকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমা-ে পাঠিয়েছে আদালত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষও তাদের এই ফার্স্ট অফিসারকে সাময়িক বরখাস্ত করেছে। ঢাকার দারুস সালামের যে বাড়িতে জেএমবি সদস্য আবদুল্লাহ কবুতরের খামার আর জঙ্গি আস্তানা গড়ে তুলেছিলেন, সেই বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদের ছেলে এই সাব্বির। সোমবার রাত থেকে গত মঙ্গলবার সকাল পর্যন্ত মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সাব্বির (৩১), তার মা সুলতানা পারভীন (৫৫), সাব্বিরের মামতো ভাই আফিফুর রহমান আসিফ(২৫) এবং ওই এলাকার চা দোকানদার মো. আলমকে (৩০) গ্রেফতার করে র্যাব। পরে তাদের বিরুদ্ধে দারুস সালাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয় এবং গতকাল বুধবার আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৪ এর এসআই আমিরুল ইসলাম। শুনানি শেষে সাব্বিরকে সাত দিন, তার মা সুলতানা পারভীনকে পাঁচ দিন এবং আসিফ ও আলমকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন মহানগর হাকিম আহসান হাবিব। রিমান্ড আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার। আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকলেও তারা নিজেরাই নিজেদের নির্দোষ দাবি করে রিমান্ডের বিরোধিতা করেন। এছাড়া গত ১০ অক্টোবর নারায়ণগঞ্জ থেকে র্যাবের হাতে আটক স¤্রাট মিয়া (২১) ও শাহাদত হোসেন ওরফে আমির হামজাকেও (২২) এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন বিচারক মঞ্জুর করেন। র্যাব বলছে, স¤্রাট ও হামজা মিরপুরে নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী। আর আবদুল্লাহর প্রভাবে সাব্বিরের পরিবারও জঙ্গিবাদে জড়িয়ে যায়। গত মঙ্গলবার সাব্বিরকে গ্রেফতার করার পর র্যাবের এক সংবাদ সম্মেলনে বলা হয়, সাব্বির ২০০৯ সালে বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে উড়োজাহাজ চালানো শেখেন এবং ২০১০ থেকে চার বছর রিজেন্ট এয়ারওয়েজে চাকরি করেন। পরে তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমানে চাকরি পান। বিমানের ফার্স্ট কর্মকর্তা হিসেবে তিনি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ চালাতেন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান ওই সংবাদ সম্মেলনে বলেন, সাব্বির উড়োজাহাজ চালিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গের বাসভবনে আঘাত করা অথবা বিমানের যাত্রীদের জিম্মি করে মধ্যপাচ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছেন। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যাবস্থাপক (জিএম) শাকিল মেরাজ গতকাল বুধবার বলেন, সাব্বির এমামের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর অংশ হিসেবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।