রাজশাহীতে শিশুকে অপহরণ, সাড়ে তিন লাখ টাকা মুক্তিপন দাবি
ডিটেকটিভ নিউজ ডেস্ক
রাজশাহীর মোহনপুরে তিন বছর ৪ মাসের শিশুকে অপহণ করা হয়েছে। অপহণকারি ওই শিশুর পরিবারের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপন দাবি করেছে। এ ব্যাপারে শিশুর বাবা বরহান উদ্দিন বাদি হয়ে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অপহৃত শিশুর মামা আশরাফ আলী জানান, গত শুক্রবার দুপুর ২টার সময় বাড়ির পাশে মোহনপুর উপজেলার মতিহার স্কুল মাঠ থেকে তিন বছর ৪ মাসের শিশু জাকারিয়া হোসেনকে রিমন হোসেন অপহরণ করে। অপহরণকারি রিমন হোসেনের বাড়ি চাপাইনবাবনঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চক দৌলতপুর গ্রামে। শিশুটি অপহরণ করার পর থেকে অপহরণকারি রিমন হোসেন মোবাইল ফোনে বাবা বরহান উদ্দিন কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপন দাবি করছে। মুক্তিপনের টাকা না দিয়ে যদি প্রশাসনের আশ্রয় নিলে ছেলেকে হত্যার হুমকি দিয়েছে। অপহরণকারি রিমন হোসেন বরহান উদ্দিনের আত্মীয় হয় বলে জানিয়ে মোহনপুর থানার পুলিশ। মোহনপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, শিশুর বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থেকে শিশুকে উদ্ধার করার জন্য চেষ্টা করা হচ্ছে।