October 11, 2024, 1:17 pm

সংবাদ শিরোনাম
কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০ শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭

ঈদ-উল-আজহায় ‘ডনগিরি’ নিয়ে এমি

ঈদ-উল-আজহায় ‘ডনগিরি’ নিয়ে এমি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা এমিয়া এমি। ইতোমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আসছে আগামি ঈদ-উল-আজহায় মুক্তি পেতে যাচ্ছে এমির অভিনীত ‘ডনগিরি’ ছবিটি । ছবিতে এমির বিপরীতে আছেন নায়ক বাপ্পি চৌধুরী ও আনিসুর রহমান মিলন। প্রয়াত যোসেফ শতাব্দীর কাহিনি ও চিত্রনাট্য থেকে ছবিটি পরিচালনা করেছেন শাহ্ আলম মন্ডল।

এমিয়া এমি বলেন, ‘ক্যারিয়ারের প্রথম ছবি। এটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। এই ছবিতে আনিসুর রহমান মিলন এবং বাপ্পি চৌধুরীর মতো জনপ্রিয় তারকার বিপরীতে কাজ করেছি। আমি চেষ্টা করেছি ভালো করার। আগামীতে চেষ্টা করবো দর্শকদের আরও ভালো কাজ উপহার দেয়ার। ছবিতে অনেক গুণী অভিনয়শিল্পী কাজ করেছেন দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।’

শাহ্ আলম মণ্ডল বলেন, ‘এখন ছবির বাজার নিয়ে কিছুই বলা যাচ্ছে না। আর কোনও ছবি নিয়ে আগে থেকেই কিছু বলা যায় না। অনেক সময় দেখা যায় ভালো ছবিও ব্যবসা করছে না। আবার যে ছবিটির ব্যবসা করার কথা নয়, অথচ দর্শক দেখছেন। আমি চেষ্টা করেছি ভালো একটি ছবি নির্মাণের। বাকিটা দর্শক বিচার করবেন।’

‘ডনগিরি’ ছবিতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আলীরাজ, সাদেক বাচ্চু, অরুণা বিশ্বাস, কাজি হায়াৎ, অমিত হাসান, জিয়া তালুকদার, রতন, এস আই ফারুক, কমল পাটেকর, রাজাউলসহ অনেকে।

Share Button

     এ জাতীয় আরো খবর