October 11, 2024, 1:17 pm

সংবাদ শিরোনাম
কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০ শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭

নায়িকার ‘না’, প্রযোজকের ‘হ্যাঁ’

নায়িকার ‘না’, প্রযোজকের ‘হ্যাঁ’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

গত ২৬ জুন রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় শাকিব খানের পরবর্তী সিনেমা ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’-এর মহরত। আনুষ্ঠানিক মহরতের আগে সিনেমাটির প্রযোজক ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান  জানিয়েছিলেন, সিনেমাটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করবেন তিনি। এরপর চলচ্চিত্রাঙ্গনের অনেকেই সেলিম খানকে সিনেমাটি পরিচালনা না করার পরামর্শ দিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সর্বশেষ সিনেমাটি পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়ে পরিচালনার দায়িত্ব দিয়েছেন জনপ্রিয় পরিচালক শাহীন সুমনকে। এখানেই শেষ নয়। এবার এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গতকাল বুধবার দুপুরে সঙ্গে আলাপকালে বুবলী বলেন, ‘‘এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরো একটি সিনেমার কথা চলছে। খুব শিগগির নতুন সিনেমার কাজ শুরু করব। একই সময় দুটি সিনেমার কাজ করা আমার জন্য কঠিন হয়ে পড়বে। তাই একটি কাজই খুব ভালোভাবে করতে চাই। যে কারণেই ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ সিনেমাটির কাজ ছেড়ে দিচ্ছি।’

চলচ্চিত্র পাড়ায় শোনা যাচ্ছে, বুবলীর চাহিদা অনুযায়ী যে চরিত্র দেয়ার কথা ছিল তা পাচ্ছেন না এবং প্রযোজক নতুন নায়িকাকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলেই কাজটি ছেড়ে দিচ্ছেন তিনি। কিন্তু এ কথাকে উড়িয়ে দিয়ে বুবলী বলেন, ‘এসব কিছুই নয়। এই সিনেমার গল্পও দারুণ। অন্য একটি কাজ করব বলেই এটি ছেড়ে দিচ্ছি। আর কিছুই না।’

এদিকে প্রযোজক সেলিম খানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘বুবলী কাজ করবে না, এসব মিথ্যে কথা। বুবলী এই সিনেমাতেই কাজ করবে।’ সিনেমা ছেড়ে দেয়ার বিষয়টি প্রযোজক সেলিম খানকে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘‘সেলিম খানের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। তাকে বলে দিয়েছি ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ সিনেমার কাজটি করছি না। তা ছাড়া খুব শিগগির নতুন সিনেমার ঘোষাণা করা হবে তখন বিষয়টি আরো পরিষ্কার করে জানানো হবে।’’

শাপলা মিডিয়া প্রযোজিত ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে বুবলীর পাশাপাশি নবাগত মৃদুলার অভিনয় করার কথা রয়েছে। সিনেমাটির কনটেন্ট পার্টনার লাইফ টেকনোলজি।

Share Button

     এ জাতীয় আরো খবর