October 11, 2024, 9:14 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০ শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭

‘জান্নাত’ ও ‘মেঘকন্যা’ ঈদ উৎসব শেষে

‘জান্নাত’ ও ‘মেঘকন্যা’ ঈদ উৎসব শেষে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ছবি মুক্তির দিক থেকে ঈদের পর কিছুটা ধীর গতিতে থাকে প্রেক্ষাগৃহ। অন্যদিকে রমরমিয়ে চলে ঈদের ছবির বিকিকিনি। সে হিসেবে ঈদের প্রায় দেড় মাস পরে একসঙ্গে বড় শিল্পীদের দুটি নতুন ছবি মুক্তি পাওয়া সুখবরই বটে!

জানা গেছে, ঈদের লম্বা বিরতির পর ২৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে ফেরদৌস-নিঝুম রুবিনা অভিনীত ‘মেঘকন্যা’ ও মাহি-সাইমনের ‘জান্নাত’।

দুটোতে প্রেম-ভালোবাসা থাকলেও গল্প বিন্যাসে রয়েছে ভিন্নতা।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিটি নির্মাণের শুরু থেকেই বেশ আলোচনায় আছে। ছবিটি নিয়ে আশাবাদী এ পরিচালক। ইতোমধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে ছবির টিজার, ট্রেলার। যেখানে ছবির গল্পের কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে পরিচালক জানান, ছবিটি একেবারে মৌলিক গল্প ও আমাদের বাস্তবতা তুলে ধরা হয়েছে। এর গল্প লিখেছেন সুদীপ্ত সাঈদ খান।

অন্যদিকে ‘মেঘকন্যা’ পরিচালনা করেছেন মিনহাজ অভি। এতে ফেরদৌস ও নিঝুম রুবিনা ছাড়াও অভিনয় করেছেন সুচরিতা, আইটেম গানে নেচেছেন মুনমুন। পাহাড়ি এলাকায় এর দৃশ্যধারণ হয়েছে।

পরিচালক মিনহাজ অভি বলেন, ‘আমরা প্রায় দেড় বছর ধরে ছবিটির কাজ করেছি। ৬০ দিন এর শুটিং হয়েছে। অনেক পরিশ্রমের ছবি এটি। আশা করি, দর্শক নিরাশ হবেন না।’

দুটো সিনেমা ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর