October 11, 2024, 7:21 am

সংবাদ শিরোনাম
জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০ শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬

সারাদিন হ্যাপি মুডে ছিলাম : শাকিব খান

সারাদিন হ্যাপি মুডে ছিলাম : শাকিব খান

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

আজকে আমার মনটা ভালো, সারাদিন হ্যাপি মুডে ছিলাম। এই যে এখানে এসেছি। বেশ আনন্দময় একটা সময় কাটছে। বলা যায় ফুরফুরে মেজাজে আছি।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ‘ওয়েস্টিন’-এ একটি নতুন ছবির মহরতে এমনই প্রাণোচ্ছল কথাবার্তায় মেতে উঠলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। ছবির নাম ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’।

কেন এত ফুরুফুরে মেজাজ? খোলসা করলেন সাথে সাথেই। বললেন, সকালে ঘুম ভেঙেছে আমার ভাইজান এলোরে ছবির পরিচালকের ফোনে। তিনি জানালেন বেশ ভালো ব্যবসা করছে ছবিটি। শুধু তাই না, যে কারণে আমি এত আনন্দিত সেটা হলো ছবিটি আরেকটি স্টেটে মুক্তি পেয়েছে।

পশ্চিমবঙ্গের পর আসামে মুক্তি পেয়েছে জানিয়ে শাকিব বলেন, জয়দীপ মুখার্জি বললেন, ছবিটি আসামে মুক্তি পেয়েছে। সেখানেও বেশ ভালো ব্যবসা করার কথা রয়েছে। ইতোমধ্যে আসামের ভালো ভালো সিনেমা হলে ছবিটি চলে গেছে।

শাকিব বলেন, জয়দীপ দা বারবার ফোনে বলেছে কবে আসবা কলকাতায়, কবে কবে? কবে নতুন ছবির কাজ শুরু করবো। তো এসব মিলিয়ে মুডটা ঘুম ভাঙার পর থেকেই ভালো। তারপর এখানে আসবো, নতুন ছবির কাজ শুরু হবে- এসবও মুড ভালো থাকার একটা বিষয়।

‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ ছবিটি পরিচালনা করছেন শাহীন সুমন। ছবিটি নির্মাণ করতে যাচ্ছে শাপলা মিডিয়া। আর কনটেন্ট পার্টনার হিসেবে রয়েছে লাইভ টেকনোলজিস।

Share Button

     এ জাতীয় আরো খবর