September 8, 2024, 7:59 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

রোহিঙ্গারা ভয়াবহ রোগ নিয়ে বাংলাদেশে এসেছে : নাসিম

রোহিঙ্গারা ভয়াবহ রোগ নিয়ে বাংলাদেশে এসেছে : নাসিম

 ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ভয়াবহ রোগ নিয়ে বাংলাদেশে এসেছে রোহিঙ্গারা। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় নাসিম এই মন্তব্য করেন। ডিআরইউ ও লায়ন্স ক্লাব অব ঢাকার উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় নাসিম বলেন, রোহিঙ্গাদের আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছি। কিন্তু তারা সঙ্গে করে ভয়াবহ রোগ নিয়ে বাংলাদেশে এসেছে। আমরা চেষ্টা করছি যাতে এ রোগ বাংলাদেশে ছড়িয়ে না পড়ে। রোহিঙ্গাদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি শেখানো হচ্ছে, যাতে তারা জন্মনিয়ন্ত্রণ করতে পারে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নাসিম বলেন, আগামী নির্বাচনের আর মাত্র এক বছর বাকি আছে। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। জনগণ যাকে ভোট দেবে, সেটাই আমরা মেনে নেব। জনগণের ওপর ভরসা রাখুন। সংবিধান অনুযায়ী আগামি নির্বাচন অনুষ্ঠিত হবে, শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। এটা একটা সেটেলড (নিষ্পত্তি হওয়া) বিষয়। এটা নিয়ে কথা বলে লাভ নেই। বিদেশিরাও একই কথা বলেছে। হরতালের বিরোধিতা করে নাসিম বলেন, এখন হরতাল মানুষ আর বিশ্বাস করে না। আমরাও যদি ভবিষ্যতে হরতাল দিই, তাহলেও মানুষ সমর্থন দেবে না। হরতাল করে কোনো লাভ নাই। ডিআরইউ সভাপতি শাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান।

Share Button

     এ জাতীয় আরো খবর