January 15, 2025, 6:06 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জে নদীতে ডুবে যাওয়া বাল্কহেডের ভেতর থেকে ২৪ ঘণ্টা পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার

নারায়ণগঞ্জে নদীতে ডুবে যাওয়া বাল্কহেডের ভেতর থেকে ২৪ ঘণ্টা পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া একটি বাল্কহেডের ভেতর থেকে ২৪ ঘণ্টারও বেশি সময় পর এক ইঞ্জিন সহকারীকে জীবিত উদ্ধার করেছেন ডুবুরিরা নারায়ণগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক আবু তাহের জানান, গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সোহাগ হাওলাদারকে (৩৫) উদ্ধার করা হয় পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তিনি এখন সুস্থ আছেন বলে চিকিৎসক জানিয়েছেন পরিদর্শক তাহের জানান, বুধবার দুপুরে বন্দর উপজেলার নম্বর ঢাকেশ্বরী সোনাচড়া এলাকায় বিআইডব্লিউটিসির ডকইয়ার্ডের সামনে ডুবে যাওয়া যশোর ফেরির সঙ্গে ধাক্কা লেগেএমভি মুছাপুরনামের বালুবোঝাই বাল্কহেডটি ডুবে যায় সময় বাল্কহেডের চালকসহ অন্যান্য লোকজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাল্কহেডের ইঞ্জিন রুমে থাকা গিজারম্যান সোহাগ আটকা পড়ে পানির নীচে তলিয়ে যান তাহের জানান, বুধবার বিকাল থেকে ফায়ার সার্ভিস বিআইডব্লিউটিএ এর ডুবুরি দল সোহাগ হওলাদারকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করে পরে বেসরকারি ডুবুরি দলকে উদ্ধার তৎপরতার জন্য নিয়োগ করা হয় গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বেসরকারি ডুবুরি দলের সদস্য জাহাঙ্গীর আলম সিকদার বাল্কহেডের ভেতর থেকে জীবিত অবস্থায় সোহাগ হাওলাদারকে উদ্ধার করে নিয়ে আসেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজনীন সুলতানা বলেন, তার রুমে পানি প্রবেশ না করায় এবং রুমে অক্সজেন থাকায় তিনি বেঁচে গেছেন বর্তমানে সুস্থ আছেন তবে ভয়ে পেয়েছেন উদ্ধার হওয়া সোহাগ বলেন, আমি ডুবে যাবার পর থেকেই ইঞ্জিন রুমে আটকা পড়ি আমি সেখানে শুধুই আল্লাহর নাম জপছিলাম সারারাত আল্লাহর নাম নিয়েছি বিকালের দিকে আমার জ্ঞান যায় যায় অবস্থাএমন সময় আমাকে উদ্ধার করেন ডুবুরিরা

Share Button

     এ জাতীয় আরো খবর