রুহুল আমিন/ শাহাদত হোসেন ঃ-
কক্সবাজার রামুতে বৌদ্ধ বিহারে জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে ৬ ই জানুয়ারি আগুন ধরিয়ে দেয়া র অভিযোগে অভিযুক্ত আসামি ইয়াসির ওরফে শাহজাহানের জামিন! ছাত্র আন্দোলনের সময়ে গোপনে মহামান্য হাইকোর্ট থেকে জামিন করিয়ে দেন এক সাবেক এমপি প্রার্থী ব্যারিস্টার! সাবেক এমপি সাইমুম সরওয়ার কমল অভিযোগ করেছিলেন তার প্রতিপক্ষ কয়েকজন মিলে ইয়াসির ওরফে শাহজাহানকে রামুতে বৌদ্ধ বিহার পুড়িয়েছিল। গ্রেফতার হবার পর ইয়াসির ওরফে শাহজাহান স্বীকার করেছিল তিনিই আগুন ধরিয়ে দিয়েছিল। কক্সবাজারের এসপি মাহফুজুর রহমান উক্ত ঘটনার ব্যাপারে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেছিলেন। রামুর পূর্ব মেরুং লার ইয়াসির ওরফে শাহজাহানের পিতা আব্দুল করীম একজন সন্ত্রাসী ও মামলা বাজ বলে জানা যায়।ছেলের জামিন পেয়ে উক্ত সন্ত্রাসী পিতা আব্দুল করীম রামুর সকল স্থানে কথা বলা বলি করছে তার ছেলে ইয়াসির ওরফে শাহজাহানের বিরোধীদের মামলা সহ হামলা করবেন! আবদুল করীম বি এন পি রাজনীতি করেন বলে জানা গেছে। রামুতে সচেতন মহলের ধারণা ইয়াসির জেল থেকে মুক্তি পাওয়ার পর বৌদ্ধ বিহারের নেতারা আন্দোলনের ঢাক দিতে পারে।অনেকের ধারণা ইয়াসির ওরফে শাহজাহান ও পিতা আব্দুল করীম গং রা মিলে রামুতে সাম্প্রদায়িক দাঙ্গায় নতুন করে আরম্ভ হতে পারে। বিভিন্ন মহলের দাবি এই রকম স্পর্শকাতর মামলা হতে ইয়াসির কে কারা জামিনে মুক্ত করতে ভুমিকা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে। এব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিশেষ তদন্ত করা জরুরি মনে করছে সচেতন মহল