January 16, 2025, 12:50 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

গৌরনদীতে ৯ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

শামীম মীর, গৌরনদী প্রতিনিধি।।বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে ৯ কেজি গাঁজা সহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার জঙ্গলপট্টি গ্রামের আদম আলী সন্যামতের ছেলে সোহেল সন্যামত এবং হরিসেনা গ্রামের মৃত কামাল মোল্লার ছেলে সৌরভ মোল্লা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি অসীম কুমার সিকদার জানান, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে এসআই গোলাম আযমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি সোহেল সন্যামতের কাছ থেকে ৫ কেজি এবং সৌরভ মোল্লার কাছ থেকে ৪ কেজি গাঁজা সহ তাদের গ্রেপ্তার করেন। রোববার সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন থেকে তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ক্রয় করে বরিশালের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো বলে জানিয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর