চট্টগ্রামে ভূজপুর থানা এলাকায় ২৫ বছর পর সৎ মায়ের হত্যাকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বেলাল হোসেনকে (৫১) গ্রেফতার করেছে র্যাব-৭।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বেলাল হোসেন ভূজপুর থানাধীন বাংলাপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে।
বিজ্ঞাপন রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭।র্যাব জানিয়েছে, ১৯৯৭ সালে চট্টগ্রামের ভূজপুরে সৎ মা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মূলত আইনশৃঙ্খলা বাহিনীর কাছ হতে গ্রেফতার এড়াতে আসামি বেলাল দীর্ঘ ২৫ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাকে ভূজপুর থানায় সোপর্দ করা হয়েছে।