January 16, 2025, 4:08 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

 কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে দেশিয় তৈরী অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে উখিয়ার ইরানী পাহাড় ক্যাম্প-০৮/ওয়েস্ট এর ব্লক-আই/১৮ তে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল।গ্রেফতার জুনায়েদ (১৯), উখিয়ার সাব ব্লক-এ/১৬, মেইন ব্লক-সি এলাকার আব্দুর রহমানের ছেলে।এক বার্তায় উখিয়াস্থ ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উখিয়ার ইরানী পাহাড় ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালায় এপিবিএনের একটি দল। অভিযানে ক্যাম্প-০৮/ওয়েস্ট এর ব্লক-আই/১৮ এলাকা থেকে রোহিঙ্গা সন্ত্রাসী জুনায়েদকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে অভিযানে ০১টি ওয়ান শুটারগান,  রিভলবারের গুলি ০৭টি, শটগানের কার্তুজ ০৪টি, রাইফেলের গুলি ১৩টি, রাইফেলের গুলির ১৯টি খোসা উদ্ধার করা হয়। গ্রেফতার জুনায়েদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জুনায়েদকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান এপিবিএন অধিনায়ক।

Share Button

     এ জাতীয় আরো খবর